মোদীজির দূরদর্শী নেতৃত্বের ফসল এই ফল, বললেন রাজনাথ সিং

দুপুর দেড়টা নাগাদ বিজেপি ৩৪৪ আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে ৯০ আসনে

Updated By: May 23, 2019, 01:48 PM IST
মোদীজির দূরদর্শী নেতৃত্বের ফসল এই ফল, বললেন রাজনাথ সিং

নিজস্ব প্রতিবেদন: বিপুল জনাদেশ পেয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ফলে এনিয়ে এখনও পর্যন্ত উতসাহ তুঙ্গে গেরুয়া শিবিরে। দুপুর দেড়টা নাগাদ বিজেপি ৩৪৪ আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে ৯০ আসনে। এরকম এক অবস্থায় বিজেপি নেতাদের মধ্যে ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-কোথাও ২ কোথাও ৫ শতাংশে আটকে, পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হওয়ার পথে আরও একধাপ এগলো বামেরা

এনডিএকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই জয়ের জন্য তিনি অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকেই কৃতিত্ব দিয়েছেন।

টুইট করে রাজনাথ বলেন, সকালে মোদীজি ও অমিত শাহকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছি। এই জয় মোদীজির নেতৃত্ব ও মাঠে ময়দানে অমিত শাহ ও কর্মকর্তাদের কঠিন পরিশ্রমের ফল।

আরও পড়ুন-পাহাড়ের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের অত্যাচারের জবাব দিয়েছে, বললেন গুরুং

রাজনাথ আরও বলেন, এই বিপুল জয়ের জন্য দেশের মানুষকে ধন্যবাদ। আমার মনে হয় দেশের মানুষ ফের এরবার সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। তাঁরা মোদীর নেতৃত্বের ওপরেই আস্থা রেখেছেন। এক নতুন ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন মোদী।

.