লোকসভায় পাস জিএসটি সংবিধান সংশোধনী বিল

লোকসভায় পাস হয়ে গেল জিএসটি সংবিধান সংশোধনী বিল। দুই তৃতীয়াংশ ভোটেই লোকসভার গণ্ডি পেরোল এই বিল। পণ্য পরিষেবা কর লাগুল হলে দীর্ঘমেয়াদে জিনিসের দাম কমবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর্থিক বৃদ্ধিও তরান্বিত হবে বলেও জানিয়েছেন তিনি। এই নতুন কর চালু হলে অপ্রত্যক্ষ সমস্ত কর উঠে যাবে।

Updated By: May 6, 2015, 06:43 PM IST

ওয়েব ডেস্ক: লোকসভায় পাস হয়ে গেল জিএসটি সংবিধান সংশোধনী বিল। দুই তৃতীয়াংশ ভোটেই লোকসভার গণ্ডি পেরোল এই বিল। পণ্য পরিষেবা কর লাগুল হলে দীর্ঘমেয়াদে জিনিসের দাম কমবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর্থিক বৃদ্ধিও তরান্বিত হবে বলেও জানিয়েছেন তিনি। এই নতুন কর চালু হলে অপ্রত্যক্ষ সমস্ত কর উঠে যাবে।

লোকসভার গণ্ডি পেরোলেও আসল গেরো রাজ্যসভায়। সেখানে সরকার সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে বিল পাস করাতে বিরোধীদের লাগবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কংগ্রেস বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে চায়। ফলে রাজ্যসভার গণ্ডি পেরোনোই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

.