তৃণমূল-বিজেপি, সম্পর্কের ইতিহাস বহুদিনের

তৃণমূল-বিজেপি। সম্পর্কের ইতিহাস বহুদিনের। অম্ল-মধুর সম্পর্ক। ১৯৯৯-এ NDA-তে প্রথম যোগ দেয় তৃণমূল কংগ্রেস। এরপর ১৯৯৯ থেকে ২০০১, NDA সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০১-এ তহেলকা কেলেঙ্কারির প্রতিবাদ করে মন্ত্রিত্ব ত্যাগ করেন মমতা। NDA থেকেও সমর্থন প্রত্যাহার করে নেয় তৃণমূল।

Updated By: Jan 6, 2017, 08:25 PM IST
তৃণমূল-বিজেপি, সম্পর্কের ইতিহাস বহুদিনের

ওয়েব ডেস্ক : তৃণমূল-বিজেপি। সম্পর্কের ইতিহাস বহুদিনের। অম্ল-মধুর সম্পর্ক। ১৯৯৯-এ NDA-তে প্রথম যোগ দেয় তৃণমূল কংগ্রেস। এরপর ১৯৯৯ থেকে ২০০১, NDA সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০১-এ তহেলকা কেলেঙ্কারির প্রতিবাদ করে মন্ত্রিত্ব ত্যাগ করেন মমতা। NDA থেকেও সমর্থন প্রত্যাহার করে নেয় তৃণমূল।

মাঝে তিন বছরের বিচ্ছেদ। ২০০৪ সালে ফের NDA তে যোগদান করে তৃণমূল কংগ্রেস। এবার কয়লা মন্ত্রকের দায়িত্ব হাতে পান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৪-এরই মে মাসে, লোকসভা ভোটে হেরে যায় NDA। এরপর আর আজপর্যন্ত ওই শিবিরে ফেরেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, তৃণমূলের গতিবিধির আগাম আভাস পেতে IB-তে বাড়তে চলেছে বাঙালি অফিসারের সংখ্যা

.