অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মিলছে দেদার সোনা, কুড়োতে ভিড় স্থানীয়দের

পূর্বেও এরকম ঘটনা ঘটেছে। তাই নিভার যাওয়ার পর, জলের স্তর কমলে মূল্যবান ধাতুর খোঁজে সোনা মিলেছে  বলে খবর। 

Updated By: Nov 29, 2020, 09:38 AM IST
 অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মিলছে দেদার সোনা, কুড়োতে ভিড় স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন: জলের মধ্যে চিকচিক করছে সোনা। স্থানীয় বাসিন্দাদের চোখ পড়তেই, তা  কুড়োতে পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। ঝড়ের পর জলের স্তর নামতেই, খোঁজ মিলেছে সোনার এমনটাই খবর। হলুদ রঙের ধাতু পাওয়া যাচ্ছে নদীর তীরে, যা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু কী করে পেল খোঁজ ? স্থানীয় সূত্রে খবর, এলাকার মানুষজন বিশ্বাস করেন, প্রত্যেকবারই কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে পাওয়া যায়  মূল্যবান ধাতু, রত্ন। পূর্বেও এরকম ঘটনা ঘটেছে। তাই নিভার যাওয়ার পর, জলের স্তর কমলে মূল্যবান ধাতুর খোঁজে সোনা মিলেছে  বলে খবর। 

 

জানা যাচ্ছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন।

স্থানীয় প্রশাসন থেকে জানান হয়েছে,  ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না। কিন্তু ঝড়ের দাপট তখনও শেষ হয়নি। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস মেলাতে পৌঁছে গিয়েছিলেন  পূর্ব গোদাবরীর তীরে। খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। 

.