চার বছর বয়সে তিনবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যার নাম
A for Apple, B for Bird-ই হোক, বা Y for Yak কিংবা Z for Zoo। A TO Z, সব শব্দের বানান নির্ভুল, গড়গড়িয়ে বলে দেওয়া ভরদ মালখাণ্ডলের বাঁয়ে হাত কা খেল। বয়স এখন সবে চার। তাতেই এই কীর্তি। এই বয়সেই তিনবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে নাগপুরের এই খুদে বিস্ময় ভরদ মালখাণ্ডলে।
![চার বছর বয়সে তিনবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যার নাম চার বছর বয়সে তিনবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যার নাম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/24/56079-12maharastrachild.jpg)
ওয়েব ডেস্ক: A for Apple, B for Bird-ই হোক, বা Y for Yak কিংবা Z for Zoo। A TO Z, সব শব্দের বানান নির্ভুল, গড়গড়িয়ে বলে দেওয়া ভরদ মালখাণ্ডলের বাঁয়ে হাত কা খেল। বয়স এখন সবে চার। তাতেই এই কীর্তি। এই বয়সেই তিনবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে নাগপুরের এই খুদে বিস্ময় ভরদ মালখাণ্ডলে।
শব্দজালে তাকে আটকায় কার সাধ্যি!
যে বানান বলতে গিয়ে, অনেকেরই মাথার চুল ছিড়ে ফেলার জোগাড়, সেগুলি ভরদ বলে দেয় হাসতে হাসতে। কে বলবে বয়স মাত্র চার!
কখনও এক মিনিটে একান্নটি শব্দ নির্ভুলভাবে বলা কিংবা একশো থেকে উল্টোদিকে শূন্য পর্যন্ত মাত্র সত্তর সেকেন্ডেই গুনে ফেলা। নাগপুরের এই ওয়ান্ডার বয়ের দখলে একের পর এক রেকর্ড। কোন গাড়ির মডেল কি, তাও এক ঝটকায় বলে দেওয়া ভরদের কাছে জলের মতো সহজ। প্রাইমারি স্কুলের এই খুদে এখন শব্দব্রহ্মে যে কাউকে হার মানাতে ওস্তাদ। এমনই তার ক্যারিশমা।