এভারেস্ট জয় পর্বতারোহী দম্পতির, বিজয়ের উচ্ছ্বাসকে ছাপিয়ে উঠছে বন্ধুকে হারানোর বিষাদ

এভারেস্ট জয় করে রাজ্যে ফিরলেন পর্বতারোহী দম্পতি। সাফল্যে তৃপ্ত প্রত্যেকেই। কিন্তু, বিজয়ের উচ্ছ্বাসকে ছাপিয়ে উঠছে বন্ধুকে হারানোর বিষাদ।  

Updated By: May 24, 2016, 09:07 PM IST
এভারেস্ট জয় পর্বতারোহী দম্পতির, বিজয়ের উচ্ছ্বাসকে ছাপিয়ে উঠছে বন্ধুকে হারানোর বিষাদ

ওয়েব ডেস্ক: এভারেস্ট জয় করে রাজ্যে ফিরলেন পর্বতারোহী দম্পতি। সাফল্যে তৃপ্ত প্রত্যেকেই। কিন্তু, বিজয়ের উচ্ছ্বাসকে ছাপিয়ে উঠছে বন্ধুকে হারানোর বিষাদ।  

১৯ মে এভারেস্ট শিখরে উঠেছেন। মঙ্গলবার শিলিগুড়িতে ফিরলেন প্রদীপ ও চেতনা সাহু। ফ্রস্ট বাইটে দুটি আঙুল খুইয়েছেন চেতনা। সেই যন্ত্রনাও ছাপিয়ে যাচ্ছে বন্ধুকে হারানোর বেদনা।

২১ মে এভারেস্টে ওঠেন আরও এক বাঙালি অভিযাত্রী দল। এখনও বেসক্যাম্পেই রয়েছেন, সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখার্জি, রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার। হিমালয়ের চ্যালেঞ্জকে জয় করার তৃপ্তি অবশ্যই রয়েছে। কিন্তু, সাফল্য সেলিব্রেট করার ইচ্ছাটাই মরে গিয়েছে। কারণ পর্বত শিখরে রয়ে গেছে তাঁদেরই তিন বন্ধু।

.