Maharashtra Politics: মহারাষ্ট্রে বণ্টন হল দফতর, ফড়নবীশের হাতে স্বরাষ্ট্র-অর্থ
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে ফড়নবীশ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রকও নিজের কাছে রাখবেন। বিজেপি মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল নতুন রাজস্ব মন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন। বিজেপির মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ারকে বনমন্ত্রী করা হয়েছে, তিনি এর আগেও এই বিভাগটির দায়িত্বে ছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্র মন্ত্রিসভা সম্প্রসারণের বেশ কয়েকদিন পরে পাওয়া গেল নতুন খবর। মন্ত্রীদের পোর্টফোলিওগুলি বরাদ্দ করা হয়েছে আজ। সম্প্রসারণের পরে দেখা গিয়েছে নগরোন্নয়ন মন্ত্রক নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবীশকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র, অর্থ, জলসম্পদ, আবাসন এবং বিদ্যুৎ দফতর। রাজ্যে শিবসেনা-বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণের প্রথম পাঁচ দিনে মুখ্যমন্ত্রী শিন্ডে পোর্টফোলিওগুলি ভাগ করেছেন। মুখ্যমন্ত্রী পাবলিক ওয়ার্কস (পাবলিক প্রজেক্ট) এবং পরিবহণ দফতরও নিজের কাছে রেখেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রবিবার উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে গুরুত্বপূর্ণ হোম পোর্টফোলিও বরাদ্দ করেছেন। গত ৯ আগস্ট ১৮ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে দুই সদস্যের মন্ত্রিসভাকে সম্প্রসারিত করেছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে। তিনি নিজের কাছে নগর উন্নয়ন পোর্টফোলিও রেখেছেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে ফড়নবীশ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রকও নিজের কাছে রাখবেন। বিজেপি মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল নতুন রাজস্ব মন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন। বিজেপির মন্ত্রী সুধীর মুনগান্টিওয়ারকে বনমন্ত্রী করা হয়েছে, তিনি এর আগেও এই বিভাগটির দায়িত্বে ছিলেন।
প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল উচ্চ ও প্রযুক্তি শিক্ষার নতুন মন্ত্রী হয়েছেন। তিনি সংসদীয় বিষয়গুলিও দেখবেন বলে জানানো হয়েছে। শিন্ডের ঘনিষ্ঠ নেতা দীপক কেসারকর স্কুল শিক্ষার নতুন মন্ত্রী হয়েছেন। এর পাশাপাশি আবদুল সাত্তারকে কৃষি দফতর দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই একনাথ শিন্ডের বিদ্রোহের কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। একনাথ শিন্ডে ছিলেন তার দল শিবসেনার একজন সিনিয়র নেতা। বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের রাজনীতিতে একটি বিশাল বিদ্রোহ উসকে দেন। এর পরেই পদত্যাগ করতে বাধ্য হন উদ্ধব। একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ দিয়ে পুরস্কৃত করেছে বিজেপি।
আরও পড়ুন: Maharashtra Politics: আর্থার রোড জেলে প্রতিবেশী অনিল-সঞ্জয়-নবাব! কেমন আছেন তাঁরা?
কিছুদিন আগেই, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী পোর্টফোলিও বরাদ্দে দেরি হওয়ার জন্য মহারাষ্ট্র মন্ত্রিসভাকে খোঁচা দিয়েছিলেন।
তিনি ট্যুইট করে লেখেন, ‘মহারাষ্ট্রের অসাংবিধানিক সরকার তার নিজস্ব দ্বন্দ্ব এবং প্রত্যাশার চাপে ভেঙে পড়ছে। মন্ত্রী হিসাবে শপথ না নেওয়া বিধায়করা ক্ষুব্ধ, যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারা এখনও পোর্টফোলিওবিহীন। ভুগছে মহারাষ্ট্র। তাড়াহুড়ো করে বিদ্রোহ করুন, অবসরে অনুতপ্ত হন।’
শুক্রবার, শিবসেনার বিধানসভা পরিষদের বিরোধী দলের নেতা আম্বাদাস দানভে বলেন যে পোর্টফোলিও বরাদ্দ নিয়ে শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের মধ্যে টানাপড়েন চলছে।