Maharashtra Political Crisis: মুম্বই ফিরছেন শিন্ডে, ডেপুটি স্পিকারের সঙ্গে দেখা করার সম্ভাবনা
সুনীল প্রভু বিদ্রোহী বিধায়কদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ে বিধানসভা দলের বৈঠকে যোগ দিতে অনুরোধ করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে দলত্যাগ আইনে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে চলতে থাকা রাজনৈতিক সঙ্কটের মধ্যেই জানা গিয়েছে বড় খবর। সূত্রের খবর, গুয়াহাটি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মুম্বইয়ে পৌঁছে ডেপুটি স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা বেশ কয়েকজন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ বাতিল করার দাবি তুলেছে। মন্ত্রী একনাথ শিন্ডে, যিনি দলের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। শিন্ডের দাবি তার নেতৃত্বাধীন বিধায়কদের দলই "আসল শিবসেনা"। তিনি আরও বলেন যে তিনি এবং তার সঙ্গি বিধায়করা ডিস্কোয়ালিফিকেশনের হুমকিতে ভয় পাবেন না।
শিন্ডেকে মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার বিধায়ক দলের নেতা পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় অজয় চৌধুরীকে নিয়োগ করেছে দল। অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের গোষ্ঠী, শিন্ডেকে তাদের নেতা হিসাবে বহাল রাখার এবং সুনীল প্রভুর জায়গায় ভরত গোগাওয়ালেকে চিফ হুইপ হিসাবে নিযুক্ত করার জন্য একটি প্রস্তাব পাস করেছে।
সুনীল প্রভু বিদ্রোহী বিধায়কদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ে বিধানসভা দলের বৈঠকে যোগ দিতে অনুরোধ করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে দলত্যাগ আইনে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।