আইপিএলে কালো টাকার তদন্ত হবে, সংসদে জানালেন ক্রীড়ামন্ত্রী

আইপিএলে কালো টাকা খেলা চলছে কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন তিনি। সোমবার লোকসভায় মাকেন জানান, এবিষয়ে ইতিমধ্যে রাজস্ব সচিব আরএস গুজরালকে চিঠি দিয়েছেন ক্রীড়াসচিব প্রদীপকুমার দেব।

Updated By: May 21, 2012, 04:44 PM IST

আইপিএলে কালো টাকা খেলা চলছে কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন তিনি। সোমবার লোকসভায় মাকেন জানান, এবিষয়ে ইতিমধ্যে রাজস্ব সচিব আরএস গুজরালকে চিঠি দিয়েছেন ক্রীড়াসচিব প্রদীপকুমার দেব। চিঠিতে গোটা বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তদন্ত করতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
মাকেন বলেন, "আর্থিক আইন ভাঙায় ইতিমধ্যেই আইপিএল কর্তৃপক্ষ ও বিসিসিআইকে ১৯টি নোটিশ দেওয়া হয়েছে। মোট ১,০৭৭ কোটি টাকার হিসাবের গরমিল ধরা পড়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মধ্যে ১৭টি অভিযোগের তদন্ত করতে পারে।
আইপিএলে দেদার কালো টাকা উঠছে বলে সংসদে অভিযোগ করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

.