জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মসনদে কে? ভোটের ফল ততক্ষণে প্রকাশ হয়ে যাবে। গণনার দিন ফের বৈঠক ইন্ডিয়া জোটের বৈঠক? আগামিকাল, মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকালের মধ্যে শরিক দলের নেতাদের দিল্লিতে তলব করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন: BJP Plans to Celebrate: 'জেতা শুধু সময়ের অপেক্ষা', এই 'বিশ্বাসে' লাড্ডুর হিমালয় নিয়ে 'রেডি' গেরুয়াশিবির...
রাত পোহালেই ভোট গণনা। প্রায় সমস্ত এগজিট পোলই বলছে, বিজেপিই জিতবে। এমনকী, রাজনৈতিক মহলেরও ধারণা, তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে সম্ভবত বসতে চলেছেন মোদী। কারণ, বিরোধী যতই জোট করুক না, মোদীর বিকল্প হিসেবে কাউতে তুলে ধরতে পারেনি তারা। বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে বহুবার নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। যা সবাই ভাবছে, ভোটের ফল তার সম্পূর্ণ উল্টো হয়েছে।
এসব নিয়ে অবশ্য় মাথায় ঘামাতে রাজি নয় গেরুয়াশিবির। জয়ে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে, উদযাপনে রূপরেখাও তৈরি করে ফেলেছে তারা। এই যখম পরিস্থিতি, তখন দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতাদের তলব করলেন খাড়গে।
এর আগে, সপ্তম দফার ভোটের দিনে ইন্ডিয়া জোটের 'জরুরি' বৈঠক হয়েছিল দিল্লিতে। কবে? ১ জুন। সেই বৈঠকে অবশ্য ছিল না তৃণমূল। হৈঠকে খাড়গে দাবি করেন, 'জোটের নেতাদের সঙ্গে কথা বলে যে তথ্য উঠে আসছে তাতে ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট'। সঙ্গে বার্তা, 'আমরা জোটবদ্ধ আছি। আপনারা বিভাজনের চেষ্টা করবেন না'।
আরও পড়ুন: Amul: ভোট মিটতেই বাড়ল দুধের দাম! লিটার প্রতি কত টাকা করে বাড়ছে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)