হিন্দি বলয়ে দাঁড়িয়ে নোট বাতিল ইস্যুতে আজ ফের মোদী হঠাওয়ের ডাক মমতার

লখনউয়ের পর পটনা। ফের হিন্দি বলয়ের মাটিতে দাঁড়িয়ে মোদী হঠাওয়ের ডাক দিলেন মমতা। নোট ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সামনে নোট। পিছনে জোট। পাখির চোখ ২০১৯। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারত পরিক্রমায় বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউয়ে মুলায়মের পর পটনায় লালুপ্রসাদকে পাশে পেলেন তিনি। সমাজবাদী পরিবারের হাত ধরে মোদী হঠাওয়ের ডাক দিলেন মমতা।

Updated By: Nov 30, 2016, 10:38 PM IST
হিন্দি বলয়ে দাঁড়িয়ে নোট বাতিল ইস্যুতে আজ ফের মোদী হঠাওয়ের ডাক মমতার

ওয়েব ডেস্ক : লখনউয়ের পর পটনা। ফের হিন্দি বলয়ের মাটিতে দাঁড়িয়ে মোদী হঠাওয়ের ডাক দিলেন মমতা। নোট ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সামনে নোট। পিছনে জোট। পাখির চোখ ২০১৯। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারত পরিক্রমায় বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউয়ে মুলায়মের পর পটনায় লালুপ্রসাদকে পাশে পেলেন তিনি। সমাজবাদী পরিবারের হাত ধরে মোদী হঠাওয়ের ডাক দিলেন মমতা।

নোট বাতিলের জেরে মানুষের দুর্ভোগের কারণ হিসাবে গোপনীয়তার। যুক্তি খাড়া করছে সরকার। আর বিরোধীরা অভিযোগ করছেন, বিজেপি নেতা এবং মোদী-ঘনিষ্ঠরা আগেই জানতে সবকিছু। পটনার সভায় এই অভিযোগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, কালো টাকার বিরুদ্ধে নিজেকে ক্রুসেডার প্রমাণের চেষ্টায় নেমে কালো টাকা সাদা করার নতুন দরজা খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।নোট বাতিলের আগে বিজেপির জমি কেনা নিয়েও এ দিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আড়াই বছর আগে নোট ইস্যুতে নানা শহরে সভা শুরু করেছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় স্তরে তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা এবং কে সঙ্গে আছে কে নেই তা আগাম বুঝে নেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.