কালো টাকা ইস্যুতে সংসদে বিজেপিকে কোণঠাসা করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়
কালো টাকাকে হাতিয়ার করেই সংসদে বিজেপিকে কোণঠাসা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্যসভায় ঐক্যবদ্ধ বিরোধী জোট গঠনের তোড়জোড় শুরু করেছে তৃণমূল ।
নয়া দিল্লি: কালো টাকাকে হাতিয়ার করেই সংসদে বিজেপিকে কোণঠাসা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাজ্যসভায় ঐক্যবদ্ধ বিরোধী জোট গঠনের তোড়জোড় শুরু করেছে তৃণমূল ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের অভিমুখ স্পষ্ট। ইস্যুও স্থির করে দিয়েছেন দলনেত্রী। বাকি সংসদের লড়াই। নেতাজি ইনডোরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধ ঘোষণার পরেই দিল্লিতে এনডিএ বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দেন তৃণমূল সাংসদরা।
জানা যাচ্ছে, কালো টাকা ইস্যুতে রাজ্যসভায় বিরোধী দলগুলিকে এককাট্টা করার চেষ্টা চালানো হচ্ছে।
এসপি, জেডিইউ সহ একাধিক বিরোধী দলকে নিয়ে ইতিমধ্যেই ৫০জন সাংসদের একটি ব্লক তৈরি করে ফেলেছে তৃণমূল।
কালো টাকা ইস্যুতে প্রতিদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে দলগুলি। বিজেপি বিরোধী ব্লকে কংগ্রেসকেও সামিল করানোর চেষ্টা চলছে
রাজনৈতিক মহল বলছে, বিজেপি বিরোধী ব্লকে কংগ্রেসও যোগ দিলে রাজ্যসভায় যে কোনও বিল পাস করাতেই গিয়েই সমস্যায় পড়বে বিজেপি।