দিদির 'হুকুমে' সংসদের শীতকালীন অধিনেশনের প্রথম দিনেই হাজির তাপস পাল

শীত এলেই দীর্ঘ ঘুমে যায় সাপ। আর মানুষ? কেউ কেউ শীত এলেই নিদ্রা ভেঙে সামনে আসেন। যাঁরা মাল দেখিয়ে মেয়েদের সম্ভ্রম লোটার হুমকি দেন, তাঁরা? যেমন? তাপস পাল-সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনেই হঠাত্‍‍ তাঁর দেখা।

Updated By: Nov 24, 2014, 08:24 PM IST
দিদির 'হুকুমে' সংসদের শীতকালীন অধিনেশনের প্রথম দিনেই হাজির তাপস পাল

নয়া দিল্লি: শীত এলেই দীর্ঘ ঘুমে যায় সাপ। আর মানুষ? কেউ কেউ শীত এলেই নিদ্রা ভেঙে সামনে আসেন। যাঁরা মাল দেখিয়ে মেয়েদের সম্ভ্রম লোটার হুমকি দেন, তাঁরা? যেমন? তাপস পাল-সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিনেই হঠাত্‍‍ তাঁর দেখা।

চৌমাহাকাণ্ডের পর অবশেষে সংসদে হাজির হলেন তাপস পাল। শীতকালীন অধিবেশনের শুরু দিনই তৃণমূলের বেঞ্চে  দেখা গেল কৃষ্ণনগরের সাংসদকে। নদীয়ার চৌমাহা গ্রামে তাঁর কদর্য মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা হলেও, দলীয় স্তরে চিঠি লিখে ক্ষমা চেয়েই পার পেয়েছিলেন তাপস পাল। তবে সাংসদের সঙ্গে দূরত্ব বেড়েছিল দলীয় নেতৃত্বের। দলের কোনও মিটিংয়েও তারপরে দেখা যায়নি তাঁকে। এড়িয়ে গিয়েছিলেন সংসদকেও।

.