Kerala Police: ৩ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা! থানায় ফোন করে বিপাকে যুবক...

শখে নয়, বরং বিপদে পড়লেই পুলিসের দ্বারস্থ হন সাধারণ মানুষ। ফোন করেন থানায়। তাহলে?

Updated By: Aug 8, 2023, 11:38 PM IST
Kerala Police: ৩ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা! থানায় ফোন করে বিপাকে যুবক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০০ বার থানায় ফোন! কর্তব্যরত মহিলা পুলিস অফিসারকে হেনস্থার অপরাধে যুবককে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত।  সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও! ঘটনাস্থল, কেরলের কোচি।

আরও পড়ুন: Bharat Jodo Yatra 2: লোকসভা নির্বাচনের আগে এবার মোদী-রাজ্য থেকে ভারত জোড়ো যাত্রা-য় রাহুল

শখে নয়, বরং বিপদে পড়লেই পুলিসের দ্বারস্থ হন সাধারণ মানুষ। ফোন করেন থানায়। তাহলে কেন কারাদণ্ড, জরিমানা? আদালতের মতে, অভিযুক্ত শুধুমাত্র অশালীন প্রস্তাব ও যৌন হেনস্থার উদ্দেশ্যে ওই মহিলা পুলিস আধিকারিকের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। 

বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্ত আচরণে যে শুধুমাত্র মহিলা পুলিস আধিকারিক ও থানার অন্য কর্মীরা অস্বস্তি, মানসিক যন্ত্রণায় সহ্য করতে হয়েছে, তা নয়। সাধারণ মানুষের জরুরি ফোনও ধরতে পারেননি তাঁরা। স্রেফ যৌন হেনস্থা নয়, ওই যুবককে মহিলাদের পিছু নেওয়া, উপদ্রব ও জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

আরও পড়ুন: Pepperfry co-founder Ambareesh Murty dies: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পেপারফ্রাইয়ের সহ-প্রতিষ্ঠাতা অম্বরীশ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.