Man puts price tag on foreign women: ওই বিদেশি মহিলারা ওই যুবক কী বলছে, তার ভাষা বুঝতে না পেরে, ক্যামেরার দিকে তাকিয়েই হাত নাড়তে থাকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশি মহিলার 'দরদাম'! বিদেশি মহিলার 'দাম ধার্য' করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। ভিডিয়ো ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতেই দেখা যাচ্ছে যে, এক যুবক চিৎকার করে একদল বিদেশি মহিলার দাম হাঁকছেন! দরদাম করছেন!
এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনায় সরব হন নেটিজেনরা। নিন্দায় মুখর হন তাঁরা। বহু নেট নাগরিক রাজস্থান ও জয়পুর পুলিসকে ট্যাগ করে বিদেশি মহিলাদের উদ্দেশে কুমন্তব্য করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। তারপরই পুলিস নড়েচড়ে বসে। অভিযুক্তকে গ্রেফতার করে। ভিডিয়োর তীব্র নিন্দা করেছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রীও। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিনোদ মীনা। রাজস্থানের ভাবপুরা গ্রামের বাসিন্দা সে।
ধৃত তার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রথম ওই অবমাননাকর ভিডিয়োটি আপলোড করে। তারপর তা সর্বত্র ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিনোদ মীনা নামে ওই যুবক একদল বিদেশি মহিলাকে উদ্দেশ করে চিৎকার করছে যে, 'এর দাম ১০০, এর দাম ২০০!' এদিকে ওই বিদেশি মহিলারা ওই যুবক কী বলছে, তার ভাষা বুঝতে না পেরে, ক্যামেরার দিকে তাকিয়েই হাত নাড়তে থাকে। অস্ট্রেলিয়া থেকে আসা ওই বিদেশি মহিলারা জয়পুরের আমেঢ় ফোর্ট ঘুরতে এসেছিলেন।
আরও পড়ুন, Gupta Parvat | Sonarpur Arohi: বিশ্বে প্রথম! অজেয় 'গুপ্ত পর্বত'কে জয় করলেন বাংলার পর্বতারোহীরা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |