কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে ইস্তফা গিরিশ চন্দ্র মুর্মুর, দায়িত্ব নেবেন মনোজ সিনহা

IANS এর তরফে বুধবার গভীর রাতে জানানো হয়েছে নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছেন জিসি মুর্মু।  

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 6, 2020, 01:55 PM IST
কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে ইস্তফা গিরিশ চন্দ্র মুর্মুর, দায়িত্ব নেবেন মনোজ সিনহা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির দিনই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন গিরিশ চন্দ্র মুর্মু। রাষ্ট্রপতি কার্যালয় থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে  ওই জায়গায় নতুন লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। IANS এর তরফে বুধবার গভীর রাতে জানানো হয়েছে নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছেন জিসি মুর্মু।

৬৫ বছর বয়সে পা দিতে চলেছেন দেশের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজীব মহর্ষি।  তাঁর জায়গাতেই বসছেন জিসি মুর্মু। জম্মু ও কাশ্মীরের হবু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আগে লোকসভার সাংসদ ছিলেন। এছাড়াও নরেন্দ্র মোদীর প্রথম ক্ষমতায় আসার পর প্রতিমন্ত্রীও ছিলেন তিনি।

আরও পড়ুন: ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার নেগেটিভ থাকবে: রিজার্ভ ব্যাঙ্ক

গুজরাটের মুখ্য়মন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছেন দেশের হবু কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল জিসি মুর্মু। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্ম সচিবের দায়িত্বভারও সামলেছেন আইএএস গিরিশ চন্দ্র মুর্মু।

.