উত্তর-পূর্বে সক্রিয় মাওবাদীরা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মাওবাদীরা। বাঁধ নির্মাণ ও জলবিদ্যুত্ প্রকল্প স্থাপনের সরকারি উদ্যোগের বিরোধিতার আড়ালে তারা ওই এলাকায় সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে বলে গোয়েন্দাসূত্রে খবর।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মাওবাদীরা। বাঁধ নির্মাণ ও জলবিদ্যুত্ প্রকল্প স্থাপনের সরকারি উদ্যোগের বিরোধিতার আড়ালে তারা ওই
এলাকায় সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে বলে গোয়েন্দাসূত্রে খবর। শুক্রবার মণিপুরী জঙ্গিগোষ্ঠী পিএলএ'র ধৃত দুই নেতাকে জেরা করে এই খবর জানতে পেরেছে দিল্লি পুলিস। তাদের জেরা করে পুলিস মণিপুরে সক্রিয় পিপলস লিবারেশন আর্মির সঙ্গে মাওবাদী যোগাযোগের বিষয়টিও জেনেছে। দিল্লি পুলিসের দেওয়া এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন অসমের শক্তিমন্ত্রী প্রদ্যোত্ বরদলই-ও।