অনশনে অনড় হেমরাজের পরিবার

এখনও অনশনে শহিদ জওয়ান হেমরাজ সিংয়ের পরিবার। তাঁদের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার। ল্যান্স নায়েক হেমরাজের মাথা ফিরিয়ে আনার দাবি করেছেন তাঁরা। গত ৮ তারিখ সকালে মেন্ধরে পেট্রলিংয়ে বেরিয়েছিলেন সাত জওয়ান। তাঁদের নেতৃত্বে ছিলেন হেমরাজ সিং এবং সুধাকর সিং। আচমকাই গুলিবৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক পরে দুই জওয়ানের মাথা কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। 

Updated By: Jan 14, 2013, 11:56 AM IST

এখনও অনশনে শহিদ জওয়ান হেমরাজ সিংয়ের পরিবার। তাঁদের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার। ল্যান্স নায়েক হেমরাজের মাথা ফিরিয়ে আনার দাবি করেছেন তাঁরা। গত ৮ তারিখ সকালে মেন্ধরে পেট্রলিংয়ে বেরিয়েছিলেন সাত জওয়ান। তাঁদের নেতৃত্বে ছিলেন হেমরাজ সিং এবং সুধাকর সিং। আচমকাই গুলিবৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক পরে দুই জওয়ানের মাথা কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার নিন্দায় সরব হয় গোটা দেশ। গত বুধবার উত্তরপ্রদেশের শেরনগরে শহিদ জওয়ান হেমরাজ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। শোকে মূহ্যমান শহিদ জওয়ানের গোটা গ্রাম।
এ দিন এক সাংবাদিক বৈঠকে সেনাপ্রধান বিক্রম সিং জানিয়ছেন, হেমরাজের মাথা ফিরিয়ে আনার জন্য দু`দেশের ডিজিএমও স্তরে কথা বলা হয়েছে।
নৃশংস হামলার পরে ভারতের আরও কড়া জবাব দেওয়া উচিত ছিল বলে হেমরাজের গ্রামের বাসিন্দারা। হেমরাজের শহীদ হওয়ার পরেও দিনকয়েক পেরিয়ে গেছে। অথচ কোনও রাজনৈতিক দল তাঁর পরিবারের পাশে দাঁড়ায়নি। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যাননি কেউই। রাজনৈতিক দলগুলির এই অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে হেমরাজের পরিবার সহ গোটা শেরনগর গ্রাম।

.