টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা উত্তর প্রদেশ, বিহারে, গত ৪ দিনে মৃত্যু বেড়ে দাঁড়ল ৭৩

গত শনিবারই উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ২৬ জনের। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে মৃত্যুর খবর মেলে ৪৭ জনের। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সে রাজ্যে বৃষ্টি হয় ১৭০০ শতাংশ যা স্বাভাবিকের থেকে বহুগুন বেশি

Updated By: Sep 29, 2019, 12:09 PM IST
টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা উত্তর প্রদেশ, বিহারে, গত ৪ দিনে মৃত্যু বেড়ে দাঁড়ল ৭৩
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর প্রদেশ ও বিহারের সিংহভাগ এলাকায়। তার জেরে গত ৪ দিনে মৃত্যু ছাড়িয়েছে ৭২-র বেশি। আজ ও আগামী দুই-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর তরফে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

গত শনিবারই উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ২৬ জনের। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে মৃত্যুর খবর মেলে ৪৭ জনের। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সে রাজ্যে বৃষ্টি হয় ১৭০০ শতাংশ যা স্বাভাবিকের থেকে বহুগুন বেশি। প্রয়াগরাজে ১০২.২ মিলিমিটার, বারাণসীতে ৮৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বছরে স্বাভাবিক যা বৃষ্টি হয় তার থেকে অনেক বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন- এক তরফা সিদ্ধান্তে ভারতে ডাক পরিষেবা বন্ধ করে দিল পাকিস্তান

টানা দুই দিন ধরে ভারী বৃষ্টিতে বিহারে আরও শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পটনা ও বিহারের অন্যান্য জেলার প্রত্যন্ত এলাকা বন্যায় ভেসে গেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার ভারী বর্ষণে জনজীবন স্তব্ধ হয়ে যায় পটনায়। এ দিন ১৩ ট্রেন বাতিল করা হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

.