মেডিক্যালে অভিন্ন প্রবেশিকার ভাগ্য নির্ধারণ জানুয়ারিতে

মেডিক্যালের ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে কিনা তা সম্ভবত জানা যাবে আগামী মাসেই।  জানুয়ারি মাসেই এব্যাপারে চূড়ান্ত রায় দিতে পারে  সুপ্রিম কোর্ট। আসছে বছরের ১৫, ১৬, এবং ১৭ জানুয়ারি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে ।

Updated By: Dec 16, 2012, 04:51 PM IST

মেডিক্যালের ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে কিনা তা সম্ভবত জানা যাবে আগামী মাসেই।  জানুয়ারি মাসেই এব্যাপারে চূড়ান্ত রায় দিতে পারে  সুপ্রিম কোর্ট। আসছে বছরের ১৫, ১৬, এবং ১৭ জানুয়ারি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে ।
সিবিএসই ইতিমধ্যেই অভিন্ন প্রবেশিকা পরীক্ষার  বিজ্ঞপ্তি জারি করেছে। মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। কিন্তু এর বিরুদ্ধে দেশের বিভিন্ন কোর্টে এমনকি সুপ্রিম কোর্টেও বহু আবেদন জমা পড়েছে।
সমস্ত আবেদন খতিয়ে দেখে জানুয়ারির মাসেই এবিষয়ে চূড়ান্ত  রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। গত বৃহষ্পতিবার এই সংক্রান্ত একটি মামলা শুনানির সময় সুপ্রিমকোর্ট জানুয়ারি মাসের পনেরো, ষোল এবং সতেরো তারিখ এই সংক্রান্ত সমস্ত মামলার শুনানির দিন স্থির করেছে।  যতদিন না মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে এরকম যে কোনও প্রাদেশিক বোর্ড বা বিশ্ববিদ্যালয় চাইলে পরীক্ষা নিতে পারে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে পরীক্ষা নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল প্রকাশ করতে পারবে না বলে সর্বোচ্চ আদালত  নির্দেশ দিয়েছে। তবে যেসব প্রাদেশিক বোর্ড আলাদভাবে এখনও বিজ্ঞপ্তি দেয়নি তারা কি করবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নির্দেশ নেই কোর্ট অর্ডারে।

.