শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করবেন না অমিত শাহ: স্বরাষ্ট্রমন্ত্রক

ডিসেম্বরের মাঝামাঝি থেকে দিল্লির শাহিনবাগে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে চলছে অবস্থান বিক্ষোভ।

Updated By: Feb 15, 2020, 09:41 PM IST
শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করবেন না অমিত শাহ: স্বরাষ্ট্রমন্ত্রক

নিজস্ব প্রতিবেদন: শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করবেন না অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানাল, আগামিকাল, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাহিনবাগের সিএএ বিরোধীদের এই ধরনের কোনও বৈঠক নেই।  শাহিনবাগের বিক্ষোভকারীরা দাবি করেছিলেন, রবিবার দুপুরে শাহিনবাগ থেকে মিছিল করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যাবেন। সেখানে সিএএ ও এনপিআর নিয়ে কথা বলবেন তাঁরা। 

দু'দিন আগে অমিত শাহ জানিয়েছিলেন, সিএএ নিয়ে কারও কোনও সংশয় থাকলে তাঁর অফিসে গিয়ে সময় চেয়ে নিতে পারেন। ৩ দিনের মধ্যে দেখা করবেন তিনি। সে কথা স্মরণ করিয়ে  শাহিনবাগের এক আন্দোলনকারী বলেন,''অমিত শাহ নিজেই সকলের সঙ্গে দেখা করার কথা বলেছেন। আমরা আগামিকাল দেখা করতে যাচ্ছি। উনি নিজেই তো বলেছেন, সিএএ নিয়ে সমস্ত সংশয় নিরসন করবেন।'

ডিসেম্বরের মাঝামাঝি থেকে দিল্লির শাহিনবাগে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে চলছে অবস্থান বিক্ষোভ। এক মহিলা বিক্ষোভকারীর কথায়,''আগামিকাল তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। সবাইকে অনুরোধ করছি, সিএএ ও এনপিআর নিয়ে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করুন।'' শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন শাহিনবাগের বিক্ষোভকারীরা।   

দিল্লি বিধানসভা ভোটের আগে শাহিনবাগের আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দিয়েছিলেন ছোট-বড় বিজেপি নেতা। এমনকি খোদ অমিত শাহ বলেছিলেন, ইভিএমে বোতাম টিপলে কারেন্ট লাগবে শাহিনবাগে। ভোটের পর অমিত শাহ স্পষ্ট করেন, কারেন্ট মানে বিদ্যুতের কথা বলেননি। ভোটে বিজেপি জিতলে তার প্রভাব পড়বে শাহিনবাগে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এও স্বীকার করে নিয়েছেন,''দেশ কে গদ্দারো কো গোলি মারো'র মতো মন্তব্য করা উচিত হয়নি। সম্ভবত তার খেসারত দিতে হয়েছে দলকে।''     

আরও পড়ুন- কালীঘাট পার্ক বন্ধ, ফোনে বৃদ্ধের অভিযোগ পেয়ে মেজাজ হারালেন কলকাতার মেয়র

.