উড়ানের সময় রানওয়ে থেকে ছিটকে গেল নৌসেনার যুদ্ধবিমান
আগুন লেগে যায় বিমানটিতে। যদিও ইজেকশন সিটের দৌলতে প্রাণে বেঁচেছেন চালক। দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক : গোয়ার ডাবলিন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল নৌসেনার ফাইটার জেট। যদিও ইজেকশন সিটের দৌলতে প্রাণে বেঁচেছেন চালক।
#WATCH Fire on MiG-29K aircraft being extinguished at Goa airport, after the aircraft went off runway while taking off & caught fire pic.twitter.com/DAPAvHl6Iq
— ANI (@ANI) January 3, 2018
বুধবার বেলা বারোটা নাগাদ গোয়ার আইএনএস হংস বিমানঘাঁটি থেকে ওড়ার সময় নৌসেনার একটি মিগ ২৯কে ফাইটার জেট রানওয়ে থেকে ছিটকে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। জেটটিতে থাকা ট্রেনি পাইলট কোনওক্রমে বেরিয়ে আসেন। বিমান বন্দরের অগ্নি নির্বাপক দল এসে বিমানের আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন-আইনজীবীর মৃত্যুতে পিছিয়ে গেল লালুর সাজাঘোষণা
তবে এর জেরে প্রভাব পড়েছে গোয়া বিমানবন্দরের বিমানচলাচলে। ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় রানওয়েতে ওঠা নামা। গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নৌসেনার জরুরি প্রয়োজনে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। এর ফলে অন্যান্য বিমানের ওঠানামায় বিলম্ব হবে।
উল্লেখ্য, ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য থেকে ওঠানামা করতে পারে মিগ ২৯কে। রাশিয়ায় তৈরি এই জঙ্গিবিমান শুধুমাত্র ভারত ও রাশিয়াই ব্যবহার করে। পুরনো এই বিমান বাতিল করার কথাও ভাবছে নৌবাহিনী।