স্মৃতি উস্কে ফের ভূমিকম্প! আবারও হতে পারে বলে আশঙ্কা
২০১৫ সালের নেপাল ভূমিকম্পের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল গুজরাতের বিভিন্ন অঞ্চল। যদিও, কম্পনের মা্ত্রা ছিল অনেকটাই কম। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের আতঙ্কে মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষজন।
ওয়েব ডেস্ক : ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল গুজরাতের বিভিন্ন অঞ্চল। যদিও, কম্পনের মা্ত্রা ছিল অনেকটাই কম। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পের আতঙ্কে মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষজন।
আরও পড়ুন-তাইওয়ানে ভূমিকম্প, ফের কেঁপে উঠলও নেপালও!
খবর অনুসারে আজ খোব ভোরে মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হনসু দ্বীপ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। তবে, সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সেই খবর কানে আসতে না আসতেই মৃদু কম্পণ অনুভূত হয় গুজরাতের দক্ষিণ অংশে। কেন্দ্রস্থল ছিল সুরাট থেকে ১৪ কিলোমিটার দূরে। সকাল ৯টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি ঘটে। মুহূর্তের মধ্যে মানুষজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, নতুন করে আবারও কম্পণ অনুভূত হতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।