ফের মাও নাশকতা, সুকমা থেকে ১০০ কিমি দূরত্বে পুড়িয়ে দেওয়া হল ১৮টি ট্রাক
সুকমা থকে ১০০ কিলোমিটার দূরত্বে কানকেরে বিস্ফোরণ ঘটালও মাওবাদীরা। লৌহ-আকরিক বোঝাই ১৮ টি ট্রাক পুড়িয়ে দেয় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত বাহিনী(Anti Maoist Force)। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
![ফের মাও নাশকতা, সুকমা থেকে ১০০ কিমি দূরত্বে পুড়িয়ে দেওয়া হল ১৮টি ট্রাক ফের মাও নাশকতা, সুকমা থেকে ১০০ কিমি দূরত্বে পুড়িয়ে দেওয়া হল ১৮টি ট্রাক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/12/36948-2-naxal.jpg)
ওয়েব ডেস্ক: সুকমা থকে ১০০ কিলোমিটার দূরত্বে কানকেরে বিস্ফোরণ ঘটালও মাওবাদীরা। লৌহ-আকরিক বোঝাই ১৮ টি ট্রাক পুড়িয়ে দেয় তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত বাহিনী(Anti Maoist Force)। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
ছত্তিসগড়ের সুকমা জেলা বিগত কয়েক বছর ধরেই মাও কবলিত এলাকা বলেই পরিচিত। কাল সুকমা জেলার পিডমেল জঙ্গলের কাছে নিরাপত্তা রক্ষীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছিল মাওবাদীরা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান ৭ নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন ১২ জন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার মাও নিশানায় এল ছত্তিসগড়। সুকমা জেলাসহ পার্শ্ববর্তী এলাকায় জারি হয়েছে রেড এলার্ট।