নরেন্দ্র মোদীর প্রাণনাশের সম্ভাবনা বিহার পুলিসকে আগেই জানিয়েছিল আইবি
পাটনা ধারাবাহিক বিস্ফোরণের পর প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ দিন আগে বিহার পুলিসকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি সম্ভাব্য নাশকতার খবর দিয়েছিল। বিজপি প্রধানমন্ত্রী প্রদপ্রার্থী নরেন্দ্র মোদীর ওপর যে হামলা হতে পারে তা আগেই জনাইয়েছিল আই বি। যদিও বিহার পুলিসকে এমন কোনও তথ্যই কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
পাটনা ধারাবাহিক বিস্ফোরণের পর প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ দিন আগে বিহার পুলিসকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি সম্ভাব্য নাশকতার খবর দিয়েছিল। বিজপি প্রধানমন্ত্রী প্রদপ্রার্থী নরেন্দ্র মোদীর ওপর যে হামলা হতে পারে তা আগেই জনাইয়েছিল আই বি। যদিও বিহার পুলিসকে এমন কোনও তথ্যই কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
রবিবার মোদীর সমাবেশ শুরুর আগেই পাটনা শহর ধারবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। প্রাণ হারান ৬ জন, আহত ৮৩। তদন্তে নেমে এখনও পর্যন্ত ইন্ডিয়ান মুজাহিদ্দিনের দিকে প্রমাণ জরো হতে শুরু হয়েছে। তদন্তকারীদের জালে এসেছে দু`জন। এক ভাটকলসঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। ফলে ফের একবার আইএম মাস্টার মাইন্ড ভাটকলকে জেরা করার কথা ভাবছে এন আই এ। যদিও এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি নিষিদ্ধ সংগঠনটি।
অক্টোবর ২৩, বিহারে ইন্টেলিজেন্স ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর বিবেক শ্রীবাস্তব যে চিঠি পাঠান তাতে বলা হয়, নরেন্দ্র মোদীকে নিশানা বানাতে পারে বেশকিছু সন্ত্রাস সৃষ্টিকারী মুসলিম সংগঠন। মুজাহিদ্দিনের প্রণেতা ইয়াসিন ভাটকলের গ্রেফতারের প্রতিশোধ নিতেও যে মোদীকে নিশানা করা হতে পারে, সে তথ্যও ছিল বিহার পুলিসের কাছে।