অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
ওয়েব ডেস্ক: তিন দিনের জাপান সফরে মোদী। সূর্যোদয়ের দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর। চলতি সফরে দুদেশের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। আলোচনা হবে আর্থিক বিকাশ ও নিরাপত্তা ইস্যুতেও। কথা হতে পারে ভারতে বুলেট ট্রেন প্রযুক্তির বিকাশ নিয়েও।
Delhi: Prime Minister Narendra Modi departs for his 3-day visit to Japan pic.twitter.com/hgR1hYvcNy
— ANI (@ANI_news) November 10, 2016
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার জাপান সফর। কাল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজধানী টোকিওতে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব তাৎপর্যপূর্ণ এই সফর। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই তিন দিনের জন্য জাপান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- হুজুগের নাম মোদীজি