BUDGET 2019 : গো-রক্ষায় মোদী সরকারের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বাজেট বক্তৃতা থেকে স্পষ্ট গো-পালনে বাড়তি গুরুত্ব দিতে চায় মোদী সরকার।

Updated By: Feb 1, 2019, 04:07 PM IST
BUDGET 2019 : গো-রক্ষায় মোদী সরকারের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ

নিজস্ব প্রতিবেদন: কৃষক থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, সমাজের সর্বস্তরে খুশির হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে মোদী সরকার। ২০১৯-২০ সালের অন্তর্বর্তী বাজেটে নরেন্দ্র সরকার প্রাণী পালন ও মত্স্য চাষেও বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে।

আরও পড়ুন: BUDGET 2019 : বাজেটের মাঝেই সংসদে শোনা গেল, How is the Josh!

তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বাজেট বক্তৃতা থেকে স্পষ্ট গো-পালনে বাড়তি গুরুত্ব দিতে চায় মোদী সরকার। সেই কারণেই বরাদ্দ বাড়ানো হয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশনের।

বাজেটে ঘোষণা করা হয়েছে যে এবার রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য খরচ করা হবে ৭৫০ কোটি টাকা। এ বছর থেকেই এই বরাদ্দ বাড়ছে। তাছাড়া গো-রক্ষায় সরকার তৈরি করতে চলেছে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।

আরও পড়ুন: BUDGET 2019 : আয়করের ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়তেই লোকসভায় উঠল 'মোদী, মোদী' স্লোগান

পীযূষ গোয়েল বাজেট বক্তৃতার মাধ্যমে জানিয়েছেন, এই আয়োগ গরুর সংখ্যাবৃদ্ধির বিষয়ের দিকে নজর রাখবে। এছাড়া গরু নিয়ে বিভিন্ন প্রকল্পগুলি ঠিক চলছে কি না, গো-রক্ষায় আইনিদিক গুলি ঠিকমতো পালন হচ্ছে কি না, সেটাও খেয়াল রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই আয়োগকে।

.