Pegasus Spyware: ইজরায়েল থেকে পেগাসাস কেনে মোদী সরকার: রিপোর্ট, 'বিশ্বাসঘাতক' তোপ রাহুলের

পেগাসাস নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা

Updated By: Jan 29, 2022, 05:14 PM IST
Pegasus Spyware: ইজরায়েল থেকে পেগাসাস কেনে মোদী সরকার: রিপোর্ট, 'বিশ্বাসঘাতক' তোপ রাহুলের

নিজস্ব প্রতিবেদন: সামনেই বাজেট অধিবেশন। এছাড়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের চিন্তা বাড়াচ্ছে মার্কিন সংবাদপত্র 'নিউইয়র্ক টাইমস'-এ পেগাসাস (Pegasus Spyware) নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন। যেখানে দাবি করা হয়েছে, ২০১৭-তে ইজরায়েল থেকে পেগাসাস (Pegasus Spyware) কিনেছিল ভারত সরকার।

‘The Battle for the World’s Most Powerful Cyberweapon’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনএসও নামের এক ইজরায়েলি সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাকে পেগাসাস (Pegasus Spyware) বিক্রি করে । ২০১৭-তে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ইজরায়েল সফরকালে ভারত এবং ইজরায়েলের মধ্যে ২০০ কোটি ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হয়। সেই চুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি পেগাসাসেরও  (Pegasus Spyware) নাম ছিল। যার সাহায্যে বিরোধী দলের নেতা-নেত্রীদের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। 

'নিউইয়র্ক টাইমস'-এর এই রিপোর্ট প্রকাশ হতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটে তিনি লেখেন, "মোদি সরকার পেগাসাস কিনেছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সরকারি সংস্থা, বিরোধী নেতা-নেত্রী,সশস্ত্র বাহিনী এবং বিচার ব্যবস্থায় আড়ি পাতার জন্য। এটা বিশ্বাসঘাতকতা। মোদি সরকার বিশ্বাসঘাতক।" কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার (Randeep Singh Surjewala) অভিযোগ, পেগাসাস নিয়ে মোদী সরকার সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলেছে।

পেগাসাস নিয়ে ফের প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty) অভিযোগ করেন, "কোর্টে সরকার তথ্য স্পষ্ট করুক। দেশবিরোধী মনোভাব নিয়ে দেশের সরকারের প্রধান চলছে।" নিউইয়র্ক টাইমসের রিপোর্টকে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)। তাঁর পাল্টা দাবি, আন্তর্জাতিক আঙিনায় ভারতকে কোনঠাঁসা করার চেষ্টা করেও পারেনি। ভারত ঘুরে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন: SBI-এর অন্তঃসত্ত্বা মহিলা সংক্রান্ত নোটিসের কড়া সমালোচনা করল দিল্লি মহিলা কমিশন!

আরও পড়ুন: Jammu & Kashmir: বড়সড় জঙ্গি মডিউল 'ফাঁস'! কাশ্মীরে বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার তিন জঙ্গি

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.