কংগ্রেসকে জবাব দিতে কৃষকদের ক্ষতিপূরণ বাড়ালেন মোদী

Updated By: Apr 8, 2015, 10:52 PM IST
কংগ্রেসকে জবাব দিতে কৃষকদের ক্ষতিপূরণ বাড়ালেন মোদী

জমি বিল ইস্যুতে মোদী সরকারকে কৃষক বিরোধী তকমা দিয়ে প্রচারে নেমেছে কংগ্রেস। কংগ্রেসের সেই কৌশলে জল ঢালতে কৃষকদের ক্ষতিপূরণ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশে এপ্রিল শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। জমি বিল পাসে বাধা দিতে তৈরি কংগ্রেস।

অসময়ের বৃষ্টিতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে রবিশস্যের ক্ষতি তাদের হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দেখা করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন সোনিয়া গান্ধী।লক্ষ্য দ্বিমুখী। কৃষকের হাতে হাত রেখে হারানো জমি ফিরে পাওয়া। আর, মোদী সরকারকে কৃষক বিরোধী হিসাবে তুলে ধরা। বুধবার সোনিয়ার সেই কৌশলের পাল্টা চাল দিলেন মোদী। উপলক্ষ্য ছিল ছোট উদ্যোগে ঋণ জোগাতে মুদ্রা যোজনার উদ্বোধন। বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোদী যখন কৃষকদরদী তখন জমি বিলে কর্মসংস্থানের গুণ গাইতে ব্যস্ত জেটলি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। ঋণ শোধে কৃষকদের সুবিধা দিতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

 

.