শীতকালীন অধিবেশনে জিএসটি বিল পাশ করাতে মরিয়া মোদী সরকার
সংসদের শীতকালীন অধিবেশনে যে কোনও মূল্যে পণ্য ও পরিষেবা করের বিলটি পাশ করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। বুধবার সর্বদল বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর কথাতেই তা আরও স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, জিএসটি বিল পাশ হওয়া দেশের পক্ষে খুব জরুরি। এ নিয়ে বিভিন্ন দল ও রাজ্যের সমস্যার কথা শুনবেন অর্থমন্ত্রী অরুন জেটলি।
ওয়েব ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনে যে কোনও মূল্যে পণ্য ও পরিষেবা করের বিলটি পাশ করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। বুধবার সর্বদল বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর কথাতেই তা আরও স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, জিএসটি বিল পাশ হওয়া দেশের পক্ষে খুব জরুরি। এ নিয়ে বিভিন্ন দল ও রাজ্যের সমস্যার কথা শুনবেন অর্থমন্ত্রী অরুন জেটলি।
যদিও বিল পাশ হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে GST বা পণ্য পরিষেবা করের হার কম রাখা নিয়ে ঐক্যমত্যে পৌছনোর ওপর। কংগ্রেস চায় জিএসটির হার ১৮ শতাংশ বা তার আশেপাশে বেঁধে দিক কেন্দ্র। জিএসটি বিল পাশে প্রথম থেকেই নৈতিক সমর্থন থাকা তৃণমূলও করের হার বেশি উঁচুতে না রাখার পক্ষে। বিশেষজ্ঞরা মনে করেন, জিএসটি বিল পাশ হলেই এক লাফে ২ শতাংশ বেড়ে যেতে পারে বৃদ্ধির হার।