শান্তির খোঁজ বিজেপিতে, আডবাণী সঙ্গে সাক্ষাৎ মোদীর

দলের অন্দরের শীর্ষ স্তরে ভাঙন মেরামতির চেষ্টা বিজেপির। মঙ্গলবার সকালে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নির্বাচনী সমিতির শীর্ষে মোদীকে বসানো নিয়ে ক্ষুব্ধ হন আডবাণী। জল গড়ায় অনেকদূর। দলের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন লৌহপুরুষ।

Updated By: Jun 18, 2013, 11:42 AM IST

দলের অন্দরের শীর্ষ স্তরে ভাঙন মেরামতির চেষ্টা বিজেপির। মঙ্গলবার সকালে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নির্বাচনী সমিতির শীর্ষে মোদীকে বসানো নিয়ে ক্ষুব্ধ হন আডবাণী। জল গড়ায় অনেকদূর। দলের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন লৌহপুরুষ।
জানা গিয়েছে আলাদা করে সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গেও দেখা করবেন মোদী। দলের এই অস্তির অবস্থায় সমস্যা কাটাতে আরএসএস প্রধানের পরামর্শ যে কাজে আসবে সে বেশ টের পেয়ছেন মোদী।
উল্লেখযোগ্য আডবাণীর পদত্যাগ প্রত্যাহার করতে মোহন ভাগবতের মধ্যস্তাই কাজে এসেছিল।

.