ছত্তিসগড়ে রাহুল, মনমোহনকে একহাত নিলেন মোদী

নিজেদের ইচ্ছেমতো নিয়ম ভেঙে আজ পরিবর্তনের কথা বলছে কংগ্রেস। ছত্তিসগড়ের জনসভায় আরও একবার এই ভাষাতেই রাহুল গান্ধীকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তাঁর অভিযোগ, দেশকে কার্যত বিক্রি করে দিয়েছেন মনমোহন সিং।

Updated By: Nov 15, 2013, 08:57 PM IST

নিজেদের ইচ্ছেমতো নিয়ম ভেঙে আজ পরিবর্তনের কথা বলছে কংগ্রেস। ছত্তিসগড়ের জনসভায় আরও একবার এই ভাষাতেই রাহুল গান্ধীকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তাঁর অভিযোগ, দেশকে কার্যত বিক্রি করে দিয়েছেন মনমোহন সিং।
ছত্তিসগড়ে দ্বিতীয় দফার ভোটের আগে আজ চারটি জায়গায় সভা করেন নরেন্দ্র মোদী। ইটটা ছুঁড়েছিলেন সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়াল। পাল্টা পাটকেলটা মোদী ছুঁড়লেন দুদিন পর। কিন্তু, নিশানাটা রাখলেন মনমোহন সিং-কেই। এখানেই শেষ নয়। রাহুল গান্ধীকে তোপ দাগার পথ থেকেও তিনি যে সরতে নারাজ, তা আরও একবার বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ছত্তিসগড়ের শক্ত মাটি। তাই আক্রমণের ধারটাও সেখানে একটু বেশিই ছিল নরেন্দ্র মোদীর। মাওবাদী সমস্যা দমনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই হাতিয়ার করলেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, নিজেদের ব্যর্থতার দায় রামন সিং সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র।

.