ফেসবুক কথা চালাচালিতে সচিনের চেয়েও বেশি জনপ্রিয় মোদী

২০১৩ সালে ফেসবুকে ভারতীয়রা সবচেয়ে কাকে নিয়ে কথা বলেছেন জানেন! নরেন্দ্র মোদী। হ্যাঁ, বাইশ গজে বিদায় জানানোর বছরেও সচিন তেন্ডুলকর নন, ভারতীয়দের আলোচনার প্রধান ব্যক্তির নাম গুজরাটের মুখ্যমন্ত্রী। ফেসবুকে ভারতে সবচেয়ে বেশি চর্চিত ব্যক্তি, স্থান অথবা মুহূর্তের বিচারে তালিকায় মোদীর পরেই সচিন, আই ফোন ফাইভ। মোদীর জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গিয়েছে ভারতের মঙ্গল অভিযান।

Updated By: Dec 10, 2013, 05:24 PM IST

২০১৩ সালে ফেসবুকে ভারতীয়রা সবচেয়ে কাকে নিয়ে কথা বলেছেন জানেন! নরেন্দ্র মোদী। হ্যাঁ, বাইশ গজে বিদায় জানানোর বছরেও সচিন তেন্ডুলকর নন, ভারতীয়দের আলোচনার প্রধান ব্যক্তির নাম গুজরাটের মুখ্যমন্ত্রী। ফেসবুকে ভারতে সবচেয়ে বেশি চর্চিত ব্যক্তি, স্থান অথবা মুহূর্তের বিচারে তালিকায় মোদীর পরেই সচিন, আই ফোন ফাইভ। মোদীর জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গিয়েছে ভারতের মঙ্গল অভিযান।

বছর শেষের ক দিন আগে ফেসবুক জানিয়ে দিল ভারতে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষ কোটি। ভারতীয়রা সারা বছরে ফেসবুকে যে বিষয় অথবা ব্যক্তি নিয়ে আলোচনা করেছে তার একটা তালিকা দিয়েছে। যাতে প্রথমেই আছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী। প্রথম পাঁচে আছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।

তালিকায় বলা হয়েছে ভারতীয়রা ফেসবুকে দেশের দর্শনীয় স্থানের ছবি সবচেয়ে বেশি দেয়। নিজের বা বন্ধুর বিয়ের বা প্রেমে পড়ার কথাও ফেসবুকে সবচেয়ে বেশি করে ভারতীয়রা। তবে ২০১৩ ফেসবুকে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ব্রেকিং নিউজ। টিভি, রেডিও নয় ফেসবুকেই মানুষ এখন সবচেয়ে বেশি ব্রেকিং নিউজ জানতে পারছে। ভোটের ফল আর ক্রিকেট আপডেট ফেসবুকে ভারতীয়দের খুব উত্‍সাহের বিষয়।

দর্শনীয় স্থানের মধ্যে ফেসবুকে ভারতীয় সবচেয়ে বেশি আলোচনা করেছে হরিয়ানার মুরথালে সুখদেব ধাবাকে নিয়ে। তারপরই আছে অমৃতসরের স্বর্ণমন্দির।

.