সন্ত্রাসবাদে মদত বরদাস্ত করব না, ব্রিকস সম্মলনে কড়াবার্তা মোদীর
সন্ত্রাসবাদে মদত দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ব্রিকস সম্মেলনে এই আহ্বানই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্রাজিল: সন্ত্রাসবাদে মদত দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ব্রিকস সম্মেলনে এই আহ্বানই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকিবহাল মহল মনে করছে নাম না ইসলামাবাদের দিকেই কড়া বার্তা ছুঁড়ে দিলেন তিনি। আর এটাকেই আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে নয়াদিল্লির কঠোর অবস্থানের অন্যতম স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ব্রাজিলে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী জি মিডিয়ার প্রতিনিধি আকাশ সোনির প্রতিবেদন।
সন্ত্রাসবাদের অভয়ারণ্য তৈরি করতে কোনওরকম মদতই বরদাস্ত করা উচিত নয়। ষষ্ঠ ব্রিকস সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানকে যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। কুড়ানকুলাম পরমাণু প্রকল্প ঘুরে দেখার জন্য রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পর্তিরক্ষা, শক্তি এবং পরমাণু ক্ষেত্রে মস্কোকে পাশে পেতে উত্সাহী নয়াদিল্লি।
এখানেই শেষ নয়। ব্রিকসের মঞ্চে লাতিন আমেরিকার বারোজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।