একের পর এক বিদেশ সফরসূচিতে ঠাসা প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি
একের পর এক বিদেশ সফরসূচিতে ভরে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি। এমাসেই ভুটানে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তিনি। এরপরে একে একে তালিকায় রয়েছে জাপান, ব্রাজিল ও আমেরিকা।
একের পর এক বিদেশ সফরসূচিতে ভরে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি। এমাসেই ভুটানে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তিনি। এরপরে একে একে তালিকায় রয়েছে জাপান, ব্রাজিল ও আমেরিকা।
নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে শরিফ সহ হাজির ছিলেন প্রায় সব আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরাই। আর এবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে উপচে পড়ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ঝুলি। এমাসেই ভুটান দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা।
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন তিনি। সেসময়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। তার আগে জুলাইতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে সেদেশে যেতে পারেন নরেন্দ্র মোদী।
এছাড়াও ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে জুলাইতেই ব্রাজিলে সফরেরও সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।