বর্ষা এল কেরলে, দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু এগোচ্ছে বঙ্গোপসাগরের দিকে

লাগাতার তাপপ্রবাহে নাকাল উত্তর ভারত। তবে দক্ষিণ ভারতের জন্য সুখবর। আজই কেরলে ঢুকে পড়ল বর্ষা। কিন্তু দক্ষিণ ভারতে ঢুকলেও উত্তর ভারত বর্ষার দেখতে এখনও বেশ কিছুটা দেরি বলেই জানাচ্ছে মৌসম ভবন। দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা এল ভারতবর্ষে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে বর্ষা।

Updated By: Jun 6, 2014, 11:45 AM IST

লাগাতার তাপপ্রবাহে নাকাল উত্তর ভারত। তবে দক্ষিণ ভারতের জন্য সুখবর। আজই কেরলে ঢুকে পড়ল বর্ষা। কিন্তু দক্ষিণ ভারতে ঢুকলেও উত্তর ভারত বর্ষার দেখতে এখনও বেশ কিছুটা দেরি বলেই জানাচ্ছে মৌসম ভবন। দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা এল ভারতবর্ষে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে বর্ষা।

শুক্রবার জয়পুরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে। যা গত ৩৩ বছরের মধ্যে সর্বাধিক। আগামী ৪ দিনে মধ্যে দিল্লির তাপমাত্রা পৌছবে ৪৫ ডিগ্রিতে। গত বছর গরমে দিল্লির সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের মতোই তাপপ্রবাহ চলছে উত্তর ভারতের রাজ্যগুলোতেও। রাজস্থানের বিভিন্ন শহরের তাপমাত্রা ওঠানাম করছে ৪৫ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে। যোধপুরের সর্বাধিক তাপমাত্র পৌছেছে ৪৫.৫ ডিগ্রিতে, জয়সলমীর ৪৬.২, চুরু ৪৭.৩ ও বিকানেক ৪৭.৩ ডিগ্রিতে পৌছেছে। জম্মুর সর্বাধিক তাপমাত্রা ৪৩.৬ পৌছনোর পাশাপাশি চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা ও অমৃতসরেও চলছে তাপপ্রবাহ। হরিয়ানার হিসারে সর্বাধিক তাপমাত্রা রয়েছে ৪৬ ডিগ্রিতে।

মীরাট, এলাহাবাদ, গোরখপুর, ঝাঁসি, আগ্রা, ভোপাল, রায়পুরেও চলছে ভয়াবহ দাবদাহ। প্রতিবছরের মতো এবারেও গরমের দাপটে নাজেহাল মহারাষ্ট্রের বিদর্ভ ও নাগপুর। গুজরাতে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ৫ জনের। স্বাভাবিত ভাবে দেশে বর্ষা ঢোকার দিন ১ জুন। এবারে ৬দিনের দেরিতে এল বর্ষা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই-অগাস্ট মাসে।

.