বর্ষা আসবে সময়েই, হবে স্বাভাবিকের তুলনায় বেশি
প্রথমটায় কিছুটা নিরাশ করার মতই বার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। বলেছিল এবারের বর্ষা নাকি দেরীতে আসতে চলেছে। আর তাই আকাশের বদলে মুখ ভার করেছিলেন দেশের খরা কবলিত মানুষেরা।
ওয়েব ডেক্স : প্রথমটায় কিছুটা নিরাশ করার মতই বার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। বলেছিল এবারের বর্ষা নাকি দেরীতে আসতে চলেছে। আর তাই আকাশের বদলে মুখ ভার করেছিলেন দেশের খরা কবলিত মানুষেরা।
তবে, এবার নাজেদের সেই বার্তা বদলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর বর্ষায় ঘাটতির কোনও সম্ভাবনা নেই। বরং ৯৬ শতাংশ সম্ভাবনা এটাই যে, দেশজুড়ে বর্ষা হবে স্বাভাবিকের থেকে বেশি। আজ একথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডিরেক্টর লক্ষ্মণ সিং রাঠোর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে এবার বৃষ্টি হতে পারে ১০৮ শতাংশ। দেশের দক্ষিণে বৃষ্টির সম্ভাব্য পরিমাণ দাঁড়াবে ১১৩ শতাংশ। তবে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও, দাঁড়াবে ৯৪ শতাংশ। বর্ষা যথেষ্ট না হওয়ায় ২০১৫-১৬ সালে দেশের ১০টি রাজ্যে খরা ঘোষণা করে কেন্দ্র। খরা পীড়িত কৃষকদের সাহায্যে বরাদ্দ করতে হয় ১০ হাজার কোটি টাকা।