পাকিস্তানে লাদেনের সঙ্গে দেখা করেছিল মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত: এটিএস
গত বছরের ১৩ জুলাই মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। মঙ্গলবার মহারাষ্ট্র এটিএস সূত্রে খবর, ১৭/৭ মুম্বই বিস্ফোরণের আগে পাকিস্তানে গিয়ে ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করেছিল বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত হারুন রশিদ আবদুল হামিদ নায়েক।
গত বছরের ১৩ জুলাই মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। মঙ্গলবার মহারাষ্ট্র এটিএস সূত্রে খবর, ১৭/৭ মুম্বই বিস্ফোরণের আগে পাকিস্তানে গিয়ে ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করেছিল বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত হারুন রশিদ আবদুল হামিদ নায়েক। লাদেন ছাড়াও জঙ্গি সংগঠন লস্করই ই তৈবা-র সদস্য জাকিউর রহমান লাকভির সঙ্গেও দেখা করে হামিদ নায়েক। কান্দাহারে আল কায়েদা ক্যাম্পে সে ট্রেনিং নিয়েছিল বলেও জানায় এটিএস।
এদিন এটিএস প্রধান রাকেশ মারিয়া জানিয়েছেন, ২০০১-এ অগস্টে পাকিস্তানের ভাওয়ালপুরে লাদেনের সঙ্গে দেখা করে নায়েক। এর পর কান্দাহারে আল কায়েদা ক্যাম্পে ওসামা নিজে তাকে ৪০ দিন ট্রেনিং দেয়। ২০১১-র ১৩ জুলাই মুম্বইয়ের জাভেরি বাজার ও অপেরা হাউসে পর পর ৩টি ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারায় ২৭ জন। আহতের সংখ্যা ১৩০ ছাড়ায়। ওই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত নায়েক বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এর আগে ৩ ফেব্রুয়ারি মহারাষ্ট্র এটিএস জানায়, মুম্বই বিস্ফোরণে জড়িত ইন্ডিয়ান মুজাহিদিন-এর সদস্যরা পাকিস্তানে লস্কর ই তৈবা-র ক্যাম্পে ট্রেনিং নেয়।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে তাদের নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে ভারত। মহারাষ্ট্র এটিএস-এর এদিনের তথ্যে সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের অভিযোগকেই ফের উস্কে দিল বলে মনে করা হচ্ছে।