বিরাট বিদ্যুৎ বিপর্যয় মুম্বইতে! বন্ধ ট্রেন, হাসপাতালগুলিকে সতর্কবার্তা BMC-র

BEST-এর তরফে জানানো হয়েছে টাটার গ্রিড থেকে বিদ্যুত্‍ সরবারহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুত্‍ বিপর্যয়। এই পরিস্থিতির জেরে সোমবার সকালে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী।

Updated By: Oct 12, 2020, 12:46 PM IST
বিরাট বিদ্যুৎ বিপর্যয় মুম্বইতে! বন্ধ ট্রেন, হাসপাতালগুলিকে সতর্কবার্তা BMC-র
মুম্বই-এর বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত জনজীবন

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই ভয়াবহ বিদ্যুত্‍ বিপর্যয়ের মুখে বানিজ্য নগরী। কার্যত থমকে জীবনযাত্রা। জানা গিয়েছে, মুম্বই, নবি মুম্বই গোটা এলাকা বিদ্যুত্‍ বিচ্ছিন্ন। গ্রিড বিকল হয়ে যাওয়ায় চরম বিদ্যুত্‍ বিপর্যয়ের মুখে পড়েছে গোটা মুম্বই নগরী। শুধু মুম্বই নয় প্রভাব পড়েছে শহরতলীতেও। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। কাজ করছে না ট্রাফিক সিগন্যাল। পথে আটকে পড়েছেন যাত্রীরা। তীব্র যানজটে ব্যাহত হয়েছে জীবনযাত্রা. BEST-এর তরফে জানানো হয়েছে টাটার গ্রিড থেকে বিদ্যুত্‍ সরবারহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুত্‍ বিপর্যয়। এই পরিস্থিতির জেরে সোমবার সকালে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী।

ইতিমধ্যেই টুইট করেছে BMC।  টুইটে হাসপাতালগুলোকে নিজেদের বিদ্য়ুৎ-এর ব্যাকআপ সাপ্লাই তৈরি রাখতে বলেছে। প্রয়োজনে মুম্বইবাসীকে কন্ট্রোরুমে ফোন করার কথাও জানানো হয়েছে।  ফোন নম্বরগুলি হল 022-22694727, 022-226947725 এবং 022-22704403 

.