ট্রেনের ওপর সেলফি তুলতে গিয়ে ১৪ বছরের বালকের মৃত্যু

"বেটা সেলফি লে লে..." গানে হুল্লোড় আর সেল ফোনের ক্যামেরাটা নিজের দিকে তাক করে সেলফি তোলার চেষ্টা, চলে গেল জীবনটাই। ১৪ বছরের বালক। নাম সাহিল। মুম্বইয়ের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র সাহিল মুম্বইয়ের নাহুর স্টেশনে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Updated By: Nov 4, 2015, 03:26 PM IST
ট্রেনের ওপর সেলফি তুলতে গিয়ে ১৪ বছরের বালকের মৃত্যু

ওয়েব ডেস্ক: "বেটা সেলফি লে লে..." গানে হুল্লোড় আর সেল ফোনের ক্যামেরাটা নিজের দিকে তাক করে সেলফি তোলার চেষ্টা, চলে গেল জীবনটাই। ১৪ বছরের বালক। নাম সাহিল। মুম্বইয়ের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র সাহিল মুম্বইয়ের নাহুর স্টেশনে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শীদের মতে, নাহুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মাল গাড়ির ওপর উঠে পড়ে নবম শ্রেণীর সাহিল। এরপর ফোন বার করে সেলফি তুলতে গেলেই ২৫০০০ ইলেকট্রিক ভোল্টের ওভারহেডে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাহিল। এরপর তাকে রাজওয়াদি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাহিলকে মৃত ঘোষণা করেন। এর আগেও সেলফি তুলতে গিয়ে এই ভাবে প্রাণ হারিয়েছিলেন ১৬ বছর বয়সী বালক গণেশ কুমকুয়াত্তি।

.