২০০৬ মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ১২, বেকসুর খালাস ১, এখনও ফেরার মূল চক্রী গুরু আজিম চিমা

মুম্বইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে বারোজনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। ধৃত তেরোজনের মধ্যে একজন বেকসুর খালাস। দোষীদের সাজা ঘোষণা সোমবার।

Updated By: Sep 11, 2015, 11:23 PM IST
২০০৬ মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ১২, বেকসুর খালাস ১, এখনও ফেরার মূল চক্রী গুরু আজিম চিমা

ওয়েব ডেস্ক: মুম্বইয়ে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে বারোজনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। ধৃত তেরোজনের মধ্যে একজন বেকসুর খালাস। দোষীদের সাজা ঘোষণা সোমবার।

১১জুলাই, ২০০৬
ভরসন্ধ্যায় তছনছ মুম্বইয়ের লাইফ লাইন। লোকাল ট্রেনের কামরায় মাত্র দশ মিনিটে পরপর সাত বিস্ফোরণ। নিমেষে ছিন্নভিন্ন শতাধিক যাত্রী। রেললাইনে মৃত্যুমিছিল। বান্দ্রা স্টেশনের কাছে প্রথম বিস্ফোরণ। তারপর হামলা যোগেশ্বরী থেকে মাহিমগামী ট্রেনে। একই সময় বিস্ফোরণে তছনছ আরও একাধিক ট্রেন। ১৮৮ জনেরমৃত্যু। জখম আটশোরও বেশি। আট বছর পর গত বছরের অগাস্টে  শুনানি শেষ হয় এই মামলার।

১৯২ জন সাক্ষী। সাড়ে ৫ হাজার পাতারও বেশি সাক্ষ্য। ১০ হাজার পাতার চার্জশিট। অবশেষে শুক্রবার মুম্বই ট্রেন বিস্ফোরণকাণ্ডের ঘটনায় দোষীদের চিহ্নিত করল আদালত।

এরা কারা?

আদালতের নির্দেশে দোষী সাব্যস্ত করা হয়েছে যাদের-

কামাল আহমেদ আনসারি
তনভির আহমেদ আনসারি
মহম্মদ ফয়জল শেখ
এহেতেসান সিদ্দিকী
মহম্মদ মজিদ সফি
শেখ আলম শেখ
মহম্দ সাজিদ আনসারি
মোজাম্মেল শেখ
সোহেল মেহমুদ শেখ
জামির আহমেদ শেখ
নভিদ হুসেন খান
আসিফ খান

বেকসুর আব্দুল ওয়াহিদ শেখ

তদন্তের দিনগুলি ফিরে দেখলেন মুম্বই পুলিসের এটিএস-এর অফিসাররা। টানা ৯ বছরের মাথায় অবশেষে দোষীরা শাস্তির মুখে। খুশি মুম্বই এটিএসের তত্‍কালীন প্রধান। কিন্তু ধারাবাহিক বিস্ফোরণের নাটের গুরু আজিম চিমা সহ চোদ্দজন এখনও ফেরার।

.