কোটপতি বিএসপি নেতা হত্যা মামলায় গ্রেফতার তাঁর ছোট পুত্র
কোটিপতি ব্যবসায়ী তথা বিএসপি নেতা দীপক ভরদ্বাজের হত্যা মামলায় মঙ্গলবার দিল্লি পুলিস তাঁর ছোট পুত্র নিতেশকে গ্রেফতার করল।
কোটিপতি ব্যবসায়ী তথা বিএসপি নেতা দীপক ভরদ্বাজের হত্যা মামলায় মঙ্গলবার দিল্লি পুলিস তাঁর ছোট পুত্র নিতেশকে গ্রেফতার করল।
সূত্রে খবর নিতেশের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী বলজিত সেহরাওয়াতকে। সেহরাওয়াত পেশায় আইনজীবী। ধৃত দু`জনকেই জিজ্ঞাসাবাধ করছে পুলিস।
পুলিস দাবি করেছে তাদের তদন্তে এই দুই জনের বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ উঠে এসেছে।
প্রাথমিকভাবে অবশ্য পুলিসের তরফ থেকে এই হত্যার ঘটনার পরিবারের লোকজনের জড়িত থাকার দাবি খারিজ করা হয়েছিল।
এর আগে দীপক ভরদ্বাজের স্ত্রী রমেশ কুমারী ও বড় পুত্র হিতেশকে পুলিসি জেরার সম্মুখীন হতে হয়।
পুলিস সূত্রে খবর সম্মতি নিয়ে বাবার সঙ্গে বিরোধের জেরেই নিতেশ বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। এর আগেও তিনবার দীপক ভরদ্বাজকে খুনের চেষ্টা করা হয়।