সাম্প্রদায়িক হিংসার আগেই গেছে ঘরবাড়ি, এবার তীব্র ঠাণ্ডা আর সংক্রামক ব্যাধি মুজফ্ফরনগরের আশ্রয় শিবির থেকে কেড়ে নিল ৪০টি শিশুর প্রাণ

সাম্প্রদায়িক হিংসায় আগেই পুড়েছে ঘরবাড়ি। এবার আশ্রয় শিবিরেও হানা দিল মৃত্যু। মুজফ্ফরনগরের আশ্রয় শিবিরগুলিতে তীব্র ঠাণ্ডা আর সংক্রামক ব্যাধিতে গত কয়েকদিনে মারা গিয়েছে ৪০টিরও বেশি শিশু। এই খবর সামনে আসতেই তোলপাড় জাতীয় রাজনীতি। কাঠগড়ায় অখিলেশ যাদব সরকার।

Updated By: Dec 7, 2013, 02:14 PM IST

সাম্প্রদায়িক হিংসায় আগেই পুড়েছে ঘরবাড়ি। এবার আশ্রয় শিবিরেও হানা দিল মৃত্যু। মুজফ্ফরনগরের আশ্রয় শিবিরগুলিতে তীব্র ঠাণ্ডা আর সংক্রামক ব্যাধিতে গত কয়েকদিনে মারা গিয়েছে ৪০টিরও বেশি শিশু। এই খবর সামনে আসতেই তোলপাড় জাতীয় রাজনীতি। কাঠগড়ায় অখিলেশ যাদব সরকার।

ঘোর বর্ষায় ছড়িয়েছিল হিংসার আগুন। প্রাণ বাঁচাতে পালিয়েছিলেন বাড়িঘর ফেলে। তারপর থেকে এই ত্রিপলের আশ্রয়ে বেঁচে থাকা। বর্ষা গিয়ে শীত এসেছে। সঙ্গে এসেছে রোগব্যাধি। এসেছে হিমশীতল মৃত্যু। মারা গিয়েছে ৪০টিরও বেশি শিশু।

এই খবর প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে।

সামনেই লোকসভা নির্বাচন। তাই শিশুমৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বয়ানে বিরাম নেই। তবে মুজফ্ফরনগরের ঘর ছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নেয়নি কোনওপক্ষই। ফলে রয়েই গেছে আশ্রয়শিবির। যেখানেই রোজই হানা দিচ্ছে মৃত্যু। নিশানায় শিশুরা।

.