Arjun Tendulkars Ranji Show: অর্জুন তেন্ডুলকরের বিধ্বংসী আগুন দেখল রঞ্জি ট্রফি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ নাকি তা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে পারে। তবে নিলামের আগেই ১০ দলকে 'অ্যালার্ট' করে দিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলের হাতযশে গোয়া প্রথম দিনেই চালকের আসনে চলে গেল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট ম্য়াচে। সচিনপুত্র একাই তুলে নিলেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম এমন করলেন তিনি। তাঁর ৫/২৫ এর সৌজন্য়ে অরুণাচল ৮৪ রানে গুটিয়ে গেল। অর্জুন ছাড়াও মোহিত রেডকর (৩/১৫), কেইথ পিন্টোও (২/৩১) দারুণ বল করেছেন। তিনের সুবাদে ৩১ ওভারের ভিতরেই অরুণাচল লেজ গুটিয়ে গেল।
আরও পড়ুন: ১৭ বছরের অভিজ্ঞতায় ২২ হাজারের উপর রান, আইপিএলজয়ী ভারতীয় তারকা এবার শুভমনদের...
অর্জুন এদিন নীলম ওবি, নবম হাচাং, চিন্ময় পাটিল, জয় ভাস্বর ও মোই এতের উইকেট নিয়েছেন। অরুণাচলের ইনিংসের ১২ নম্বর ওভারে অর্জুন হ্য়াটট্রিকের দুয়ারে ছিলেন। পরপর ডেলিভারিতে ওবি-ভাস্বরকে আউট করেন তিনি। অর্জুনকে এবার ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। ফলে তাঁর রঞ্জি পারফরম্য়ান্সের দিকে নজর রেখেই নিলামে দর বাড়বে।
অর্জুন কিন্তু রঞ্জিতে বেশ ভালো ছন্দে রয়েছেন। সিকিমের বিরুদ্ধে ৬/১১২ র সঙ্গেই তাঁর ছিল প্রথম ইনিংসে ৪২। এরপর মিজোরামের বিরুদ্ধে তিনি তুলে নেন দুই উইকেট। যদিও ব্য়াট হাতে ছাপ রাখতে পারেননি। এবার দেখার সচিনের ছেলে আইপিএলে কী ফুল ফোটান!
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটেনি, এই আবহে বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
ENG
(83 ov) 427/6 (151 ov) 587
|
VS |
IND
00(0 ov) 407(89.3 ov)
|
Full Scorecard → |
AUS
(32 ov) 90/3 (66.5 ov) 286
|
VS |
WI
253(73.2 ov)
|
Full Scorecard → |
MAW
(20 ov) 144/8
|
VS |
GER
145/5(16.4 ov)
|
Germany beat Malawi by 5 wickets | ||
Full Scorecard → |
HUN
(19.2 ov) 149
|
VS |
FRA
97(15.3 ov)
|
Hungary beat France by 52 runs | ||
Full Scorecard → |
MLT
(20 ov) 148/9
|
VS |
AUT
101(17.5 ov)
|
Malta beat Austria by 47 runs | ||
Full Scorecard → |