টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরন

টাটা সন্সের চেয়ারম্যান হলেন এন চন্দ্রশেখরন। মুম্বাইয়ে টাটার ঐতিহাসিক প্রধান কার্যালয়ে এসে নতুন দায়িত্বভার গ্রহণ করার পর নতুন চেয়ারম্যান জানিয়ে দিলেন, এই পদ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন এবং ভাল কাজ করার জন্য এটা একটা বিরাট সুযোগ, এখন থেকে সংস্থা শুধু এগোবে।

Updated By: Feb 21, 2017, 02:03 PM IST
টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরন

ওয়েব ডেস্ক: টাটা সন্সের চেয়ারম্যান হলেন এন চন্দ্রশেখরন। মুম্বাইয়ে টাটার ঐতিহাসিক প্রধান কার্যালয়ে এসে নতুন দায়িত্বভার গ্রহণ করার পর নতুন চেয়ারম্যান জানিয়ে দিলেন, এই পদ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন এবং ভাল কাজ করার জন্য এটা একটা বিরাট সুযোগ, এখন থেকে সংস্থা শুধু এগোবে।

চেয়ারম্যান পদে যোগ দেওয়ার আগে কয়েক দশক ধরে টিসিএসের দায়িত্বে ছিলেন এন চন্দ্রশেখরন। বলা হয় তাঁর দক্ষ ও পরিণত পরিচালনায় ভর করেই আজ টিসিএস দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সংস্থা। আর এবার তাঁকেই যোগ্যতম মনে করে মূল সংস্থার দায়িত্ব দেওয়া হল।

উল্লেখ্য, গত বছরের ২৪শে অক্টোবর টাটা গোষ্ঠীর শীর্ষ পদ থেকে সাইরাস মিস্ত্রিকে অপসারণের পর অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ৭৯ বছর বয়সী রতন টাটা। (আরও পড়ুন- হারিয়ে দিল হলদিরাম)

.