নারদাকাণ্ডে সিবিআই দফতরে মুকুল রায়, কেডি সিংয়ের নির্দেশে স্টিং, দাবি ম্যাথুর

নারদাকাণ্ডে বুধবার নারদাকর্তা ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই।  

Updated By: Aug 28, 2019, 06:32 PM IST
নারদাকাণ্ডে সিবিআই দফতরে মুকুল রায়, কেডি সিংয়ের নির্দেশে স্টিং, দাবি ম্যাথুর

নিজস্ব প্রতিবেদন: নারদাকাণ্ডে দিল্লিতে সিবিআইয়ের মুখোমুখি হলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর ভয়েস স্যাম্পেল রেকর্ড করা হয়েছে  বলে খবর। এদিন ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তার শেষ লগ্নে হাজির হন মুকুল। 

নারদাকাণ্ডে বুধবার নারদাকর্তা ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। ওই জেরার শেষ পর্বে সিবিআই দফতরে হাজির হন মুকুল রায়। ঘণ্টাখানেকের বেশি সময় ছিলেন বিজেপি নেতা। নারদাকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। 

কেডি সিং ও ম্যাথু স্যামুয়েলের জেরাপর্ব রেকর্ড করেছে সিবিআই। বিশেষ সিবিআই আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। মুকুল রায়ের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। মুকুল রায় সিবিআইয়ের কাছে দাবি করেছেন, ভিডিয়োয় তাঁকে টাকা নিতে দেখা যায়নি।    
     
নারদা স্টিং অভিযানে লক্ষাধিক টাকা কোথা থেকে পেলেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল? জেরায় ম্যাথু স্যামুয়েল দাবি করেন, কেডি সিংয়ের কাছ থেকে টাকা পেয়েছিলেন তিনি। কাকে স্টিং করতে হবে, সেই নির্দেশও দিয়েছিলেন। সেই অভিযোগ অস্বীকার করেছেন কেডি সিং। 

আরও পড়ুন- বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাইছে বিজেপি, অভিযোগ মমতার

.