মোদীর প্রশংসা করে বিজেপির সঙ্গে জোটের রাস্তা কি খুলতে চাইছেন করুণানিধি?

নরেন্দ্র মোদীর প্রশংসায় ডিএমকে প্রধান এম করুণানিধি। কঠোর পরিশ্রমী মোদী তাঁর ভাল বন্ধু। করুণানিধিকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে তামিল দৈনিক দিনামালার। তবে কি নতুন শরিক পেতে চলেছে এনডিএ? গতকাল এলজেপির যোগদানের পর ডিএমকে প্রধানের এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে।

Updated By: Feb 28, 2014, 07:28 PM IST

নরেন্দ্র মোদীর প্রশংসায় ডিএমকে প্রধান এম করুণানিধি। কঠোর পরিশ্রমী মোদী তাঁর ভাল বন্ধু। করুণানিধিকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে তামিল দৈনিক দিনামালার। তবে কি নতুন শরিক পেতে চলেছে এনডিএ? গতকাল এলজেপির যোগদানের পর ডিএমকে প্রধানের এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে।

ভোট যত এগোচ্ছে ততই পাল্লা ভারী হচ্ছে এনডিএর। মোদী বিরোধিতা ভুলে ১২ বছর বাদে এনডিএতে ফিরেছেন রামবিলাস পাসোয়ান। এনডিএর শরিক বাড়ার জল্পনা উস্কে দিয়েছে করুণানিধির একটি মন্তব্য। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে তাঁর ভাল বন্ধু বলেছেন ডিএমকে প্রধান।। মোদীকে `পরিশ্রমী` বলেছেন করুণানিধি।

করুণানিধিকে উদ্ধৃত করে শুক্রবার এ খবর জানিয়েছে তামিল দৈনিক দিনমালার। মোদীর প্রশংসা কি তবে এনডিএ জোটে সামিল হওয়ার পূর্বাভাস? ভোট পরবর্তী সমীকরণ নিয়ে করুণানিধি নীরবতা বজায় রাখলেও জল্পনা দানা বাধছে। লোকসভা ভোটের এখনও দুমাস বাকি। পর্যবেক্ষকদের মতে এই দুমাসে অনেক অদলবদল হতে পারে। দিনকয়েক আগে বিহারের লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়াহা যোগ দিয়েছেন এনডিএতে। উপেন্দ্র কুশওয়াহারের ওবিসি ভোটব্যাঙ্কে বাড়তি অক্সিজেন পেয়েছে এনডিএ।

সাম্প্রতিক একাধিক সমীক্ষায় উঠে এসেছে ২৩০র বেশি আসন দখলে রাখতে পারবে এনডিএ। বিজেপির টার্গেট অবশ্য ২৭২-এর বেশি আসন। ফলে নতুন শরিকের সন্ধানে বিজেপি। প্রফুল্ল মহন্তর অগপ ও নবীন পট্টনায়েকের বিজেডির এনডিএ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় ফ্রন্টের শেষ বৈঠকে অনুপস্থিত ছিল দু`দলই। রাজনৈতিক মহলের অনুমান দিন আরও এগোলে বিজেপির সঙ্গে হাত মেলাবে বিজেডি ও অগপ। বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে টিডিপি, ওয়াই এস আর কংগ্রেস। সীমান্ধ্রের জন্য আর্থিক প্যাকেজ চেয়ে সরব হয়েছিল বিজেপি।

বিজেপির আশা তাদের এই অবস্থান ভোট বাক্সে বাড়তি সুবিধা দেবে। সীমান্ধ্রের কুড়ি শতাংশ ভোট বিজেপির বাক্সে যাবে বলেই সমীক্ষায় প্রকাশ। টিডিপিকে পাশে চায় বিজেপি। চন্দ্রবাবু নাইডুর ভোট রয়েছে চোদ্দ শতাংশ। ফলে টিডিপিকে পাশে নিয়ে চলতে চায় নরেন্দ্র মোদীর দল। ওয়াই এস আর কংগ্রেস নেতা জগনমোহনও একসময় মোদীর প্রশংসা করেছিলেন।ফলে ভোট যত এগোচ্ছে, ততই এনডিএ শিবির ভারী হচ্ছে। এনডিএ যোগ দিয়েই রামবিলাস পাসোয়ান বলেছিলেন বাজপেয়ী জমানার পর থেকে এনডিএ শরিকরা সরে যেতে শুরু করেছিলেন।

.