জঙ্গিদের বিরুদ্ধে মোদী যতটা কড়া মনমোহন তা ছিলেন না, কবুল শীলা দীক্ষিতের
জেনে নিন কী বললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী
![জঙ্গিদের বিরুদ্ধে মোদী যতটা কড়া মনমোহন তা ছিলেন না, কবুল শীলা দীক্ষিতের জঙ্গিদের বিরুদ্ধে মোদী যতটা কড়া মনমোহন তা ছিলেন না, কবুল শীলা দীক্ষিতের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/14/180742-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের মুখে দলকে বেকায়দায় ফেলে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বৃহস্পতিবার এক টিভি চ্যানেলে প্রধানমন্ত্রী মোদীকে বড়সড় সার্টিফিকেট দিয়ে দিলেন শীলা।
আরও পড়ুন-'সুবিধাবাদী' অর্জুনের বিজেপিতে যোগদানে শুভেচ্ছা দীনেশ ত্রিবেদীর
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, জঙ্গি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের থেকে অনেক বেশি কড়া। শীলার কথায়, ‘মানতেই হবে জঙ্গি মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী যতটা কড়া পদক্ষেপ নিয়েছেন তা মনমোহন নিতেন না।’
পুলওয়ামা জঙ্গি হানার পর কেন্দ্রের দিকে আঙুল তোলে বিরোধীরা। অভিযোগ ওঠে, কেন্দ্র গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেয়নি। এক্ষেত্রে সেনার নিরাপত্তাকে অবহেলা করা হয়েছে। ওই অভিযোগ দানা বাধার আগেই বালাকোটে বিমাহানা চালায় বায়ুসেনা। এতে একধাক্কায় ব্যাকফুটে চলে যায় বিরোধীরা। এরকম এক অবস্থায় শীলাও ওই মন্তব্য কংগ্রেসকে আরও বড় ধাক্কা দিয়ে দিল।
আরও পড়ুন-কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। মৃত্যু হয়েছিল ১৬০ জনের। কিন্তু ওই হামলার পরও তত্কালীন ইউপিএ সরকার কোনও সেনা অভিযানের পথে যায়নি। কিন্তু পুলওয়ামা হামলার ক্ষেত্রে সরকার তা নিয়েছে। এদিন শীলা দীক্ষিত অবশ্য বলেন, মোদী জঙ্গিদের বিরুদ্ধে যা করেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।