আগামীকাল পাঁচ দিনের জাপান সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

পাঁচদিনের সফরে আগামীকাল  জাপান  রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ । টুইটারে ইতিমধ্যেই মোদীর সফর নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Updated By: Aug 29, 2014, 05:33 PM IST
আগামীকাল পাঁচ দিনের জাপান সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

ব্যুরো: পাঁচদিনের সফরে আগামীকাল  জাপান  রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ । টুইটারে ইতিমধ্যেই মোদীর সফর নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিশ্বশান্তি ও উন্নয়নের ক্ষেত্রে ভারত ও জাপানের যৌথ উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে বলেও আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী। মোদী ইতিমধ্যেই পাল্টা টুইটে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে আশা প্রকাশ করেছেন।  প্রধানমন্ত্রীর সঙ্গে  উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে মুকেশ আম্বানি, আজিম প্রেমজিসহ একাধিক শিল্পপতি যাচ্ছেন জাপানে। বুলেট ট্রেনসহ পরিকাঠামোগত নানা ক্ষেত্রে মোদী  জাপানের সহযোগিতা চাইবেন বলে মনে করা হচ্ছে।

.