বিশ্ব ব্যাঙ্ক অর্থ দেয়নি, বাঁধ নির্মাণে এগিয়ে এসেছে গুজরাটের মন্দিরগুলি: মোদী
ওয়েব ডেস্ক: নিজের জন্মদিনে সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ নির্মাণে বাধার সম্মুখীন হয়েছিলেন, সেই কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। মোদী বলেন, "মা নর্দমার বিরুদ্ধে সবরকম ষড়যন্ত্র আমরা বিফল করেছি। সর্দার সরোবর বাঁধ নির্মাণে গুজরাটের সন্ন্যাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"
মোদীর কথায়, "বিশ্ব ব্যাঙ্ক এই প্রকল্পে টাকা দিতে অস্বীকার করেছিল। তখন এগিয়ে এসেছিল গুজরাটের মন্দিরগুলি।"
#SardarSarovarDam faced several hurdles. But, we were determined that the project will continue: PM Modi pic.twitter.com/kvEC8OLqES
— ANI (@ANI) September 17, 2017
Jab World Bank ne paise dene se mana kar diya tha, tab Gujarat ke mandiron ne paisa diya: PM Modi on #SardarSarovarDam
— ANI (@ANI) September 17, 2017
২০২২ সালে নতুন ভারত গঠনের ঘোষণা করেছেন মোদী। সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন,"সাধারণ মানুষের স্বপ্নপূরণের জন্য কাজ করে যাব। আমি ছোট জিনিস ভাবতে পারিনা, ছোট কাজ করি না। ১২৫ কোটি মানুষ আমার সঙ্গে। ছোট স্বপ্ন দেখি না। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন ভারত গড়ব। চেষ্টার কোনও ত্রুটি রাখব না।"
মোদী আরও বলেন, "গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ে সীমান্তে যেতাম, তখন দেখতাম জওয়ানরা পানীয় জল পাচ্ছেন না। তাঁদের কাছে এবার জল পৌঁছবে।"
আরও পড়ুন, জন্মদিনে আশীর্বাদ নিতে মা-এর কাছে মোদী